শাকিব খানকে অসম্মান করে কথা বলার আমার কোনো অধিকার নেই : পূজা

নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী পূজার চেরি। অভিনয় গুণে ইতিমধ্যে শক্ত অবস্থান করে নিয়েছেন ঢালি পাড়ায় তিনি। শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনে নানা ঘটনার জন্ম দিয়ে প্রায় আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে ব্যাপক আলোচিত হন তিনি। এবার শাকিব খানের প্রসঙ্গ নিয়ে যা জানালেন অভিনেত্রী পূজার চেরি।

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অসম্মান করে কথা বলার কোনো যোগ্যতা ও অধিকার নেই বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। শাকিব খানের

আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে দাঁড়ানোর জন্য ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। ফলে এতে শাকিবকে অসম্মান করা হয়েছে বলে মনে করছেন অনেকে। অনেকের ধারণা ভাঙতে গিয়ে পূজা বলেন, ‘শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তাকে অসম্মান করার যোগ্যতা আমার নেই। এমনকি অধিকারও নেই।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে রিহার্সালে অংশ নেওয়ার আগে তিনি এ কথা বলেন।

পূজা বলেন, ‘আমি আমার জায়গা থেকে পরিষ্কার করে দিয়েছি যে আমি ওই সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। যেহেতু আমি চুক্তিতে সই করিনি, তাই বলতে পারি আমি ছবিটি করতে পারব না।’

অনেকেই বলেছেন, শাকিব খান আগেই ‘মায়া’ থেকে বাদ দিয়েছেন পূজাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, এগুলো অসম্মানজনক কথা। এসব কথা না বলাই ভালো।

শাকিব খানের সঙ্গে ‘গালুই’ সিনেমা করার সময় পূজার প্রেমের গুঞ্জন উঠেছিল। তিনি বলেন, কার সঙ্গে কাজ করব এমন গুঞ্জন ছড়াতে পারে এটাই স্বাভাবিক।

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। গত দুই বছর ধরে প্র/তিষ্ঠানটির সঙ্গে পূজার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন পূজা। জাজও তাকে ক্ষমা করে দিয়েছে। তাই শিগগিরই জাজের নতুন ছবিতে দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন নায়িকা পূজা।

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন পূজা। অনেকের ধারণা, জাজের সঙ্গে সমঝোতার কারণেই নতুন ছবির জন্য কলকাতায় গিয়েছিলেন পূজা। এ প্রসঙ্গে তিনি বলেন, কলকাতায় গিয়েছিলাম হোলি খেলতে। তবে হ্যাঁ, আমি ভালো কাজের প্রতি লোভী। ভালো কাজ করে এগিয়ে যেতে চাই। সবাই জানতে পারবে ভবিষ্যতে সিনেমা বানালে।

প্রসঙ্গত, শাকিবের সঙ্গে সিমেনা না করার প্রসঙ্গে অনেকেই ভুল ধারনা করছে বলে মন্তব্য করেন অভিনেত্রী পূজা। তিনি বলেন, শাকিব খানের অভিনেতাকে অসন্মান করার প্রশ্নই ওঠে না তাছাড়া সে যোগ্যতা আমার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *