শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী শারমিন আঁখি, দোয়া চাইলেন স্বামী

নাঠ্যাঙ্গনের আলোচিত অভিনেত্রী শারমিন আঁখি শুটিং চলাকালীন সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার শরীরে বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানানো হয়। তাকে তাৎক্ষনিকে ভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক পরিস্থিরি সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি চিকিৎসকগন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট বি/স্ফোরণে হাসপাতালে ভর্তি ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। শনিবার রাজধানীর মিরপুরে শুটিং চলাকালে আহত হন তিনি।

শারমিন আঁখি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে আঁখির স্বামী প্রযোজক রাহাত কবির বলেন, সাড়ে ১১টায় মিরপুরে সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং চলছিল। দুপুরের দিকে আঁখি চুল ঠিক করতে মেকআপ নিয়ে ওয়াশরুমে যায়। চুলের স্টেটমেন্ট চালু বা বন্ধ করার সময় এটি ঘটে। পুলিশ ধারণা করছে কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বি/স্ফোরণ ঘটতে পারে।

রাহাত আরও বলেন, শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন। এটি এই বাড়ির দ্বিতীয় কাজে। পেইন্টিং এর স্মেল থেকেও হতে পারে। তবে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। বি/স্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। আঁখি চিৎকার করে বেরিয়ে আসে। ততক্ষণে উভয় হাত, পা ও কপালের অংশ, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে গেছে।

সিরিয়াস কিছু কিনা তা বলা যাচ্ছে না জানিয়ে এই নির্মাতা বলেন, এখনই বলা যাবে না। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাদের ফলাফলের পর পরিস্থিতি বলা যাবে। প্রায় এক মাস হাসপাতালে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লাগবে। আঁখির জন্য সবার কাছে দোয়া চাই।

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চযাত্রা শুরু হয় ‘অরিন্দম না/ট্য সম্প্রদায়’-এর মাধ্যমে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর ব্যানার্জির নাটক ‘কবি’-তে মূল চরিত্র ‘বসন’ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরে টিভি নাটকে কাজ করে আলোচনায় আসেন।

প্রসঙ্গত, আখিঁর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি সব ধরনের পরীক্ষা-নিরিক্ষা পরে বলা যাবে বলে মন্তব্য করেন স্বামী রাহাত কবির। তবে লম্বা সময় ধরে চিকিৎসা করাতে হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *