
নাট্যাঙ্গনের আলোচিত অভিনেত্রী অহনা রহমান। অভিনয়ের জাদুতে ইতিমধ্যে ভক্ত ও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সাফল্যের ধারাবাহিকতায় ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তবে হঠাৎ করে প্রেমের সম্পর্ক জড়ানো গুঞ্জন চাউর হয়েছে তাকে নিয়ে। সম্পর্কে জড়ানো নিয়ে যা বললেন অভিনেত্রী অহনা রহমান।
ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। এরই মধ্যে একসঙ্গে দুই ডজন নাটকে কাজ শেষ করেছেন তারা। তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি যতটা জনপ্রিয়, বাস্তব জীবনেও নাটকীয়তায় এই জুটির রোমান্সের পাল্লা ভারী। এদিকে একের পর এক ছবি ও স্ট্যাটাস দিয়ে সেসব আলোচনা উসকে দিচ্ছেন এই অভিনেতা। এবার নেটদুনিয়ায় এই প্রথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অহনা।
শামীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘সম্পর্ক থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কাজের স্থানে। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক, তা নিয়ে ভাবছেন- ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই না। অনেকে অনেক কথা বলছে, আমরা সেদিকে খেয়াল করি না। আমরা নিয়মিত একসঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, ‘আমাদের দুজনের অভিনয় দর্শকরা গ্রহণ করেছেন এবং পছন্দ করেছেন। আমি এখন কা/জ করে যেতে চা/ই। আর জন্ম, মৃ/ত্যু, বিয়ে- আল্লাহই ভালো জানেন। আমার বিয়ে যা/র সাথে লেখা হবে তার সাথেই হবে। শামীম নাকি অন্য কেউ, আমি নিশ্চিত নই। সময় হলে সবাইকে জানাবো। এখন আমি আমার ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছি। ঈদ পর্যন্ত একটানা কাজে ব্যস্ত থাকব। আমার জন্য প্রার্থনা করো।
বিশ্ব ভালোবাসা দিবসে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের ইমোজি তাতে যোগ করে। ছবিতে দুজনকে আলিঙ্গন করে সূর্যের দিকে তাকাতে দেখা যাচ্ছে। এমন পোস্টে আবারও ভাইরাল হয় দুই তারকা।
এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে অহনার সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শামীম। সেখানে দেখা যায়, সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে দুজন। উত্তাল ঢেউ ছুটে আসছে তাদের দিকে।
পেছন থেকে তোলা দুটি ছবির একটিতে দুজনকে হাত ধরে অন্যটিতে শামীমের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন অহনা। অভিনেতাও তাকে এক হাতে ধরে রেখেছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, চাঁদনি রাতে এ/কান্তে সমুদ্রের গর্জন উপভোগ করছেন দুজন।
প্রসঙ্গত, শামীম-অহনা একসঙ্গে দুই ডজন নাটকের কাজ শেষ করেছেন। তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি যতটা জনপ্রিয়, বাস্তব জীবনেও নাটকীয়তায় এই জুটির রোমান্সের পাল্লা ভারী। কিন্তু তারা নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দেয়।
উল্লেখ্য, তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেননি দুই জনের কেউই। তবে তারা দুজন ভালো বন্ধু এমটাই জানান তারা।