
ঢাকাই সিনেমা্র পরিচিত মুখ শবনম বুবলী। স্বল্প সময়ে অভিনয় দক্ষতা দিয়ে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন ঢালি পাড়ায়। একের পর এ/ক সিনেমা সাফল্যে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করেছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্ম দিয়ে প্রায় আলোচনার শিরোনামে থাকেন তিনি। এবার স্বামী ও একমাত্র সন্তানের মধ্যে সম্পর্কের কথা জানিয়ে যা বললেন অভিনেত্রী শবনম বুবলী।
অভিনেতা শাকিব খান ও ছেলে শেহজাদ খান বীরের সম্পর্ক কেমন? মা শবনম বুবলী বলেন, শেহজাদ তার বাবার সঙ্গে সময় কাটাতে বেশি উপভোগ করেন।
এনটিভির ‘রূপকথার রাত’-এ উপস্থিত হয়ে বুবলী বাবা-ছেলের সম্পর্কের বিষয়ে বলেন, “সে (শাকিব) সবসময় তার সন্তানদের জন্য সময় বের করার চেষ্টা করে। শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়। বাবার সাথে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন তাদের দেখি, আমার মনে হয় আমি দুটি বাচ্চাকে দেখছি। শেহজাদ তার বাবার সাথে সময় কাটাতে বেশি উপভোগ করেন।’
সন্তান কার ম/তো হয়েছে এমন প্রশ্নের জবাবে বুবলির উত্তর, ‘শেহজাদ তার বাবার মতো। গল্পটা শুনেছি… পরিবারের সবাই মাসুদের মতোই বলে, বাড়িতে সবাই মাসুদ বলে ডাকে।’
বুবলী আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো মনের মানুষ।
শেহজাদ খান বীরের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে কথা বলতে গিয়ে বুবলী বলেন, ‘কার্টুন দেখার সময়, অনেক সময় যখন আমাদের সিনেমার গান ইউটিউবে আসে, তখন সে ‘ড্যাডি-মামি’ বলে চিৎকার করে। তখন আমি তাকে মা বলতে বাবা বলতে বলি।’
প্রসঙ্গত, স্বামী শাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের সম্পর্কে খুবই ভাল বলে মন্তব্য করেন অভিনেত্রী বুবলী। তিনি বলেন, শাকিব সন্তানের প্রতি খুবই আন্তরিক।