
ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহারের মাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। যদিও এখন আর সিনেমায় নিয়মিত নন তিনি। তবে অন্যান্য তারকাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। ব্যক্তিগত জীবনেসহ নানা বিষয় শেয়ার করে ভক্ত ও অনুরাগীদের কাছে নিজেকে আপডেট রাখেন। এবার ব্যক্তিগত জীবনের বিষয়ে নিয়ে মন্তব্য করে ভিন্ন ইঙ্গিত দিলেন অভিনেতা ওমর সানী।
নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। পর্দায় নানা বিষয়ে নিজের মত প্রকাশ করেন এই নায়ক।
ওমর সানী রোববার (১৯ মার্চ) সকালে তার ভেরিফাইড সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, টাকার লোভ ভাইরাল হওয়ার লোভ, সব কিছু নি/য়ে সিনেমা ভাবা। শুধু শুধু পা/কনামি করা এগুলো ছা/ড়তে হবে। পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোনো শান্তি নেই।
নেটিজেনরা ইতিমধ্যেই বিভিন্ন মন্তব্যে পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, খোঁচা মারার কথা কেন! আরেকজন লিখেছেন, পরিবার ছাড়া কেউ বিপদে থাকে না কেউ পাশে।
অন্য একজন মন্তব্য করেছেন, “অহংকারী মানুষের পতন অনিবার্য, যেমনটি আমি যুগে যুগে দেখেছি।” যদিও কেউ কেউ মনে করছেন ওমর সানী ওই পোস্টে খোঁচা দিয়েছেন।
প্রসঙ্গত, বিষয়টি ইঙ্গিত দিয়েই বলেছেন কিন্তু কাকে বলেছেন স্পষ্ট করেননি অভিনেতা ওমর সানী। তবে হঠাৎ করে এমন বক্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।