
বলিউডের লাস্যময়ী খ্যাত অভিনেত্রী সানি লিওন। যদিও লীল সিনেমা নিয়ে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক। তবে এসব পিছনে ফেলে নিজের অভিনয় দক্ষতায় বলিউডে নিজের অবস্থান তৈরীর চেষ্টা করছেন তিনি। এবার শুটিং করতে গিয়ে দুর্ঘনটার শিকার হয়েছেন বলে জানা যায়।
সিনেমার শুটিংয়ের সময় গুরুতর চোট পান অভিনেত্রী সানি লিওন। বেশ কয়েক বছর পর্দায় দেখা না গেলেও খুব শিগগিরই কামব্যাক করছেন তিনি।
তবে বলিউড নয়, দক্ষিণী ছবি দিয়ে অভিনয়ে ফিরছেন সানি লিওন। বলিউডে মাত্র কয়েক দিনে ক্যারিয়ার গড়লেও সফল হতে পারেননি তিনি। আসলে পর্ণ স্টারের তকমা এখনও পুরোপুরি মুছে যায়নি অভিনেত্রীর জীবন থেকে।
যাই হোক, অনেক দিন পর অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। সানি লিওনের পরবর্তী তামিল ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে ছবিটির শুটিং শুরু করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিং চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে আহত হয়েছেন সানি লিওন। শুটিং চলাকালীন সানি লিওন পায়ের আঙুলে গুরুতর আঘাত পান। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ছবির পোশাকে সজ্জিত তিনি। আর তাকে পায়ের আঙুলে রক্ত নিয়ে বসে থাকতে দেখা যায়। এর পরে, তার দল অভিনেত্রীকে তার ক্ষত নিরাময়ে সহায়তা করেছিল।
মালবিকা মোহননের ‘ক্রিস্টি’-এর শুটিং নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘অনেক সময় যখন আমরা সুযোগ খুঁজি, সুযোগ সহজে আসে না। তবে কখনও কখনও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সুযোগ পেলে তা শক্ত করে ধরে রাখেন। যখন আমাকে একটি রিয়েলিটি শো প্রস্তাব করা হয় তখন আমি ভারতে চলে আসি। আমি সবসময় ভারতে এসে কাজ করতে চেয়েছিলাম।’
প্রসঙ্গত, নতুন ছবির কাজ করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন সানি এমটায় জানা যায়। তবে এখনো ঘটনার কারণ জানা যায়নি।