হঠাৎ বলিউডকে বিদায় জানানো নিয়ে এবার মুখ খুললেন সানা খান

বলিউড সিনেমার জ/নপ্রিয় অভিনেত্রী সানা খান। অভিনয় গুণে নিজের আধিপাত্য বিস্তার করে নিয়েছিলেন বলি পাড়ায় এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই কাউকে কিছু না বলেই অভিনয় জগতকে বিদায় জানাই তিনি। দীর্ঘ দিন পর অভিনেত্রী সানা খান জানালেন কেন তিনি হঠাৎ সিনেমা জগতকে বিদায় জানিয়েছিলেন।

‘২০১৯ সালে আমি আমার স্বপ্নে একটি কবর দেখতাম। সেটি জ্ব/লছে, আ/গুনের হলকা উঠছে। আমি নিজেকে সেই কবরে শুয়ে থাকতে দেখতাম। এর পরে, আমি অনুভব করি যে ঈশ্বর একটি আদেশ দিচ্ছেন। আমার এটা শোনা উচিত।’

এমন স্বপ্ন দেখার পর বলিউড অভিনেত্রী সানা খান ক্যারিয়ারের নাম-বয়স-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন। অভিনয় থেকে অবসর নেন। ২০২০ সালে সানার আকস্মিক সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়েছিলেন। তবে সানা বলেন যে চাকচিক্য জীবন ত্যাগ করার পরে তিনি ধর্মকর্মেই ভাল আছেন।

‘বিগ বস ৬’ খ্যাত সানা তার খোলামেলা পোশাকের জন্য একসময় চর্চায় থাকতেন। যাইহোক, সানা তার ১৫ বছরের অভিনয় ক্যারিয়ার রাতারাতি শেষ করে গ্ল্যামার জগতকে বিদায় জানান। তারপর থেকে, তিনি নিজেকে বো/রকায় ঢেকে ফেলেছেন, একটি ভিন্ন জীবনযাপন করছেন।

নাম, যশ আর অ/র্থের জীবন সানা কেন ছাড়লেন? এক সাক্ষাৎকারে তিনি সবই জানিয়েছেন।

সানা জানান যে তিনি ২০১৯ সালের রমজান মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে সানাও বিষণ্ণতায় ডুবেছিলেন। সেই সময় একটি স্বপ্ন তার জীবন বদলে দেয়।

পরে, সানা ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন। তিনি এখন তার স্বামী, পরিবার এবং ধর্ম নিয়ে ব্যস্ত। নিজের বলিউড ক্যারিয়ারের দিকে ফিরে তাকাতে চান না তিনি।

তবে সম্প্রতি হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের ছবি পোস্ট করেন সাবেক এই অভিনেত্রী। তিনি বলেন, ভালো আছেন।

প্রসঙ্গত, একটি স্বপ্নই তার জীবনকে বদলে দিয়েছে বলে জানান প্রাক্তন অভিনেত্রী সানা খান। তবে বর্তমান জীবন নিয়ে তিনি সুখেই আছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *