
সরকার জোর ক্ষমতা দখল করে একানায়তন্ত্রের রাজত্ব কায়েম করেছে। দীর্ঘ ক্ষমতা দখল করে ভোট ব্যবস্থা ধ্বং/স করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা গণতন্ত্রের ছোবক শুনাচ্ছে সবাইকে। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা, মামলা করে দমন করা চেষ্টা করছে। কিন্তু ক্ষমতা জন্য তারা যে পথে হাঁটছে তার খেসারত তাদের দিতে হবে। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পা/ঠকদের জন্য হুবহু নি/চে দেওয়া হলো।
হাসিনার পতন হবে আইউব খান আর ইয়াহিয়ার মতো। কারণ হাসিনা একটা পাকিস্তানি মাল। হাসিনার রাজনৈতিক কৌশলও আইউব ইয়াহিয়ার মতো ভুলে ভরা।
প্রসঙ্গত, সরকার ক্ষমতায় থাকতে যে পথে অগ্রসর হচ্ছে তার মাশুল দিতে হবে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না সে জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে ভয় দেওয়ার চেষ্টা করছে।