হিরো আলমকে কোনো শিল্পী মনে করি না : জোতিকা জ্যোতি

ছোট ও ব/ড় পর্দার আলোচিত অভিনেত্রী জোতিকা জ্যোতি। অভিনয়সহ নানা বিষয়ে মন্তব্য করে প্রায় আলোচনায় থাকতে দেখা যায় তাকে। নাট্যাঙ্গনের পর সম্প্রতি তাকে চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। অভিনয় প্রসঙ্গ তুলে হিরো আলমের সম্পর্কে কঠোর মন্তব্য করে যা জানালেন অভিনেত্রী জোতিকা জ্যোতি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি। তিনি বলেন, যেহেতু আমি তাকে (হিরো আলম) শিল্পী মনে করি না, তাই তাকে নিয়ে আমার কিছু বলার নেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে হিরো আলমের প্রসঙ্গ উঠে এলে জ্যোতি বলেন, তার উত্থানের জন্য আমাদের আশেপাশের মানুষ দায়ী। উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, অনেক দিন ধরেই অভিনয়ের চর্চা করছি।

কিন্তু কেন গান গাওয়া, কবিতা আবৃত্তি, অভিনয়সহ তিনি যা করছেন তা তিনি ভালো করেই জানেন। তার প্রতি আমার কোনো সহানুভূতি নেই।

আশরাফুল আলমের ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আ/লম’ সিনেমা দুটি সেন্সরের অনুমতি নিয়ে মুক্তি পেয়েছে। কেন তিনি শিল্পী নন জানতে চাইলে ‘শ্রীকান্ত’ এবং ‘অনিল বাগচীর এ/কদিন’ সিনেমার এ অভিনেত্রী বলেন, সেন্সররা দেখেন কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ আছে কিনা। দেখেন না কাজ রুচিশীল কিনা। হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা জানি না।

‘যে কেউ সিনেমা বানায় তাদের এটাও দেখা উচিত। আমি মনে করি যারা সিনেমা বানায় তারা মানুষের রুচি গঠনে ভূমিকা রাখতে পারে। তার (হিরো আলম) সঙ্গে যদি কেউ কাজ করে থাকেন তাহলে হয়তো তাদের প্রয়োজনেই কাজটি করেছেন। এটা তাদের রুচির ব্যাপার। কিছুই বলার নাই।

দীর্ঘদিন নাটকে অভিনয়ের পর জোতিকা জ্যোতি এখন চলচ্চিত্রে বেশি কাজ করছেন। তিনি জানান, নুরুল আলম আতিক পরিচালিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির অর্ধেক শুটিং শেষ করেছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামের আরেকটি ছবির শুটিং শেষ করেছেন।

তিনি আরও বলেন, আগুনের পাখি নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। অন্য আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নাম জানানো হবে প্রোডাকশন হাউস থেকে। জ্যোতি বলেন, আমি সবসময় গল্প নির্ভর সিনেমা করি। নায়ক-নায়িকার নি/র্ভর সিনেমা আমার নয়।

প্রসঙ্গত, হিরো আলমের অভিনয় করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তারে প্রসঙ্গে নিজের অবস্থানের কথা জানান অভিনেত্রী জোতিকা জ্যোতি। তিনি বলেন, এমন ব্যক্তি কীভাবে সিনেমা করেন তার বোধগম্য হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *