হ্যাঁ, রোনালদোর সঙ্গে আমার দৈহিক মিলন হয়েছিল : চিলি মডেল

ফুটবল বিশ্বের জনপ্রিয় তাকার খ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের খেলার জাদুতে অনেক আগেই জায়গা করে নিয়েছে বিশ্বে প্রথম সারির ফুটবলা তারকাদের তালিকায়।খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে-মধ্যেই আলোচনার শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দৈহিক মিলনের প্রসঙ্গে তুলে যে কথা ফাঁস করলেন চিলি নারী মডেল।

দারুণ সময় পা/র করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্বপ্নের বিশ্বকাপের পর, তিনি মাত্রই দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মেসির মতো বিশ্বকাপ ও বছরের সেরা পুরস্কার না জিতলেও সৌদি আরবে ভালো সময় কাটাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে এবার এই দুই তারকাকে নিয়ে চিলির এক নারী মডেলের করা গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। ড্যানিয়েলা শ্যাভেজ নামের ওই মডেল এক টুইট বার্তায় রোনালদোর সঙ্গে তার যৌ/ন সম্পর্কের কথা জানান। শুধু তাই নয়, সরাসরি মেসির নাম উল্লেখ না করে আর্জেন্টাইন তারকার অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী টুইটারে লিখেছেন, ‘যদি আপনি আপনার সঙ্গীর বাইরে অন্য একজন পুরুষের সঙ্গে যৌ/ন সম্পর্ক করেন, যিনি উদার এবং তার কোনো দাবি নেই, তাহলে এটাকে প্রতারণা বলা যাবে কি? এটা শুধুই যৌ/নতা।’

আর কিছুই নয়। হ্যাঁ, রোনালদোর সঙ্গে আমার যৌ/ন সম্পর্ক হয়েছিল।

পরে আরেকটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ‘আমি মোটেই বা/ড়িয়ে বলছি না। আমার বক্তব্য প্রমাণ করার জন্য আমার কাছে ভিডিও আছে। তবে আমি সেই ভিডিওটি কাউকে দেখাব না, কারণ প্রতিটি মানুষের জীবনে গোপনীয়তা রয়েছে। তাছাড়া সেই ভিডিও রেকর্ড করার সময় আমরা দুজনেই ন/গ্ন ছিলাম।

শুধু তাই নয়, মেসিকে নিয়েও কথা বলেছেন নারী মডেল। তার দাবি, ‘আমি এমন একজনকে চিনি যার সঙ্গে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারীর সম্পর্ক ছিল। তাতে কোনো স/মস্যা হয়েছে?’

২০০৯ সাল থেকে, লিওনেল মেসি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিক। তাই নেটিজেনরা মনে করছেন, তিনি রোনালদোর পাশাপাশি ১০ নম্বর জার্সিধারী মেসির কথা বলছেন। তবে এ নিয়ে মুখ খোলেননি মেসি-রোনালদোর কেউই।

প্রসঙ্গত, ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে ওই মডেলের শুধু তাই নয় প্রমাণ দেখাতেও পারবেন বনে তিনি জানান। ওই মডেল শুধু রোনালদো সঙ্গে নয় মেসির সঙ্গেও তার শারীরিক সম্পর্ক হযেছে বলে ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *